Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বালু মহল ৯ কোটি টাকা ডাক, একলাফে ৫৬ কোটি আতঙ্কিত মেঘনার পাড়ের মানুষ

 

মাসুদ রানা বাবুলঃ-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বর্ণকূপ খ্যাত জাফরাবাদ মৌজায় অবস্থিত নতুন চর ৯ কোটি টাকার বালুমহাল ছয় মাসেই এক লাফে হলো ৫৬ কোটি। উপজেলার বহুল আলোচিত বালুমহালটির বার্ষিক ৫৬ কোটি টাকায় সর্বোচ্চ
দরদাতা হিসেবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
শাহাদাৎ হোসেন শোভনের মালিকানাধীন মুন্সি
এন্টারপ্রাইজ ফের ইজারা পেয়েছে। গত বছর ছয় মাসের জন্য ৯ কোটি টাকায় জেলা ছাত্রলীগ নেতা শোভনের মালিকানাধীন মুন্সি এন্টারপ্রাইজ এ বালুমহালের ইজারা পেয়েছিল।মাত্র ছয় মাসেই বালুমহালটির ইজারা মূল্য ৯ কোটি থেকে এক লাফে বেড়ে ৫৬ কোটি হয়েছে।

.    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নবীনগরে জাফরাবাদ মৌজার মেঘনা নদীর এই বালুমহালের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২ এপ্রিল। গত বুধবার বিকালে দরপত্র খোলা হয়। দরপত্র খোলার পর সেখানে ৭টি দরপত্রদরপত্র খোলা হয়। দরপত্র খোলার পর সেখানে ৭টি দরপত্র জমা পড়তে দেখা যায়। পরে সেগুলো যাচাই-বাছাই করে সর্বোচ্চ দরদাতা হিসেবে বার্ষিক ৫৬ কোটি টাকায়
বালুমহালটির ইজারা পায় মুন্সি এন্টারপ্রাইজ।

.    জমা পড়া ৭ টি দরপত্রের মধ্যে ৫১ কোটি টাকায় দ্বিতীয় দরদাতা এবং ৪৮ কোটি টাকায় তৃতীয় দরদাতা হিসেবে আরও দুটি প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। প্রকৃতপক্ষে তারা নিজেরা নিজেরাই শুধু দরপত্র ড্রপ করেছে বাকি কাউকে ড্রপ করতে দেয়নি ।

.    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নদীর তীরবর্তী গ্রামগুলো নদী গর্ভে বিলীন হওয়া থেকে রক্ষায় ২০১৮ সালে সোনা বালুয়া ঘাট থেকে এমপি টিলা পর্যন্ত ৭২ কোটি টাকা ব্যয়ে একটি বেড়িবাঁধ নির্মাণ করে পাউবো। উপজেলার নদীভাঙন কবলিত জাফরাবাদ মৌজায় নতুন চর এলাকার মেঘনা নদীতে সর্বোচ্চ ৩২ একর সীমানায় বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের কাছ থেকে গত বছর ছয় মাসের জন্য ৯ কোটি টাকার বিনিময়ে বালু মহালটি ইজারা নিয়েছিল মুন্সি এন্টারপ্রাইজ।

.    ইজারার শর্ত অনুযায়ী ২০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কথা থাকলেও সেখানে প্রায় নিয়ম বহির্ভূত ভাবে শতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় বেড়িবাঁধের ১০০ ফুট এলাকা জুড়ে হঠাৎ
ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষজন। ইজারার মেয়াদ শেষে আর নতুন করে ইজারা না দেওয়া জন্য, এলাকায় মানববন্ধন পালন সহ স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। কিন্তু জনগণের দাবি তোয়াক্কা না করে আবার ও ইজারা দেওয়া হয় । এই বছর দ্বিগুণ ডেজার দিয়ে মাটি উত্তোলনের প্রস্তুতি চলছে তাই মেঘনার পাড়ের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। ইজারাদারেরা তাদের সীমানা অতিক্রম করে কৃষকের ফসলি জমি থেকে বালু উত্তোলন করে
বিস্তারিত খিস্তি ( ২) প্রকাশিত হবে আমাদের সাথে থাকুন

Daily Frontier News