Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে দাবদাহ উপেক্ষা করে ধান কাটতে ব্যস্ত কৃষক

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে মাঠ থেকে ধান কেটে দ্রুত বাড়ি নিয়ে গিয়ে ঝাড়াই-মাড়াই করে ফসল ঘরে তুলতে রোদে পুড়ে ব্যস্ত সময় পার করছে কুমিল্লার বুড়িচং উপজেলার কৃষকেরা। চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। শেষ মুহূর্তে ঝড়-বৃষ্টিতে আক্রান্ত না হলে ও বাজারে ধানের দাম ভালো পেলে মুনাফার সম্ভাবনা দেখছে কৃষকেরা।

উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে ধান কাটা, আটি বাধা, বয়ে বাড়ি নিয়ে আসা, ঝাড়ায়-মাড়াই করে ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষকেরা।
প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে চলেছেন তারা। ভোর থেকে রাত পর্যন্ত মাঠেই ব্যস্ত সময় পার করছেন তারা।

গত বছরের চেয়ে চলতি মৌসুমে বেশি হাইব্রিড ধান চাষ হয়েছে। এর মধ্যে উচ্চফলনশীল (উপশী) ব্রি-ধান ৮১, ৯৬, বিনা-২৫, বঙ্গবন্ধু-১০০ এবং হাইব্রিড জাতের মধ্যে স্বর্ণা গোল্ড, এসিআই-৬ সিনজেনটা-১২০৩ ধানের চাষ বেশি হয়েছে।

Daily Frontier News