Daily Frontier News
Daily Frontier News

ভালুকায় পারিবারিক কলহে বড় ভাই জোর পূর্বক দেয়াল তুললেন যৌথ জায়গায়

 

 

শিবলী সাদিক খানঃ-

 

ময়মনসিংহের ভালুকা উপজেলার নিঝুরী গ্রামের ইব্রাহিম মোল্লার দুই ছেলের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাইয়ের জমি দখল করে রাস্তায় দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ উঠেছে । ১১ডিসেম্বর এই ঘটনা ঘটেছে।

সরেজমিন গিয়ে জানা যায়, ইব্রাহীম মোল্লার বড় ছেলে পুলিশ সদস্য শহিদুল ইসলাম ও ছোট ছেলে আলিয়া মাদ্রাসা শিক্ষক শওকত ইসলাম মোল্লার যৌথ দলিলের এই জমিনে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে শহিদুলের ইসলামের পিতা ইব্রাহিম মোল্লার সাথে কথা বললে তিনি জানান, আমার বরাইদ মৌজার সাবেক দাগ ৬৯ বর্তমানে ৬৫ দাগের শ্রেণী কান্দা ৪০ শতাংশ জমি সমান অংশে বন্টন করে দেই। এর মাঝে উভয় অংশের ৬ ফুট রাস্তা রাখা হয় বন্টনের যৌথ দলিলের রাস্তাটি উভয়ের এবং পারিবারিক চলার পথ।
এমতাবস্থায় আমার বড় ছেলে পারিবারিক কলহের জের ধরে বহিরাগত লোক নিয়ে এই রাস্তায় দেয়াল নির্মাণ করেছে যা বন্ধনে ফাটল সৃষ্টি হলো এবং চলাচলের পথ একেবারে বন্ধ হয়ে গেল। দেয়াল নির্মাণকালে আমি বাঁধা দিলে আমার ছেলে আমার কথা না মেনে রাস্তা বন্ধ করেছে যা কারো সাথে কেউ দেখা করতে পারবো না। আমাকে আমার ছোট ছেলে দেখতে আসতে পারবে না আমি পারবো না তার ঘরে যেতে।

এবিষয়ে, শওকত আহমেদ বলেন আমার বড় ভাই যে জায়গাতে দেয়াল তৈরী করেছে সেটা আমারও জমি রয়েছে অতীতে থানা পুলিশের লোকজন এসে তা দেখে গেয়ে রাস্তা ঠিক রাখার সিদ্ধান্ত দিয়েছিল।অতপর আমার বড়ভাই বহিরাগত লোকজন নিয়ে রাস্তা বন্ধ করে দয়াল তৈরী করেছে এখন আমার মা, বাবাকে দেখাশোনা করতে পারবো না এমন কি পারিবারিক কবরস্থানেও আমি যেতে পারবো না। এ সময় শওকতের স্ত্রী শম্পা আক্তার বলেন, আমার স্বামীর বড় ভাই বিভিন্ন সময় থানা পুলিশ বহিরাগত লোকজনের হুমকি দিয়ে আসছিল অবশেষে বহিরাগত লোকজন নিয়ে আমাদের চলার পথ বন্ধ করে দিয়েছে এখানে আমাদের জমি রয়েছে।

পরে স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, যৌথ জমির দলিল হয়েছে ওরা আমার ভাগিনা আমি কারো পক্ষে কথা বলতে পারবো না। বিষয়টি নিয়ে পুলিশ সদস্য শহিদুল ইসলাম মৌল্লার সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার আব্বা অসুস্থ তার কথার কোন ভ্যালু নেই।

Daily Frontier News