Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভ্রাম্যমান আদালতে ২ জন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

 

ওমর সিনিয়র বিভাগীয় ব্যূরোচীফ সিলেট-চট্টগ্রাম বিভাগঃ-

 

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দর্গাপাড়া এলাকায় স্থানীয় একটি মাজারের ৩০শে ডিসেম্বর ২০২৪ইং রোজ সোমবার সন্ধ্যা ৭:৫০ মিনিট সময়ে ওরশ কে কেন্দ্র করে কতিপয় মানুষ জুয়া খেলে।

.   এই জুয়া খেলাকে কেন্দ্র করে ওরশে অনেক মানুষের সমাগম হয়, এলাকার জুয়াড়ি গণ দলবদ্ধ হয়ে জুয়া খেলার জন্য উক্ত ওরশ এলাকাজুড়ে উপদ্রবের সৃষ্টি করে এবং উরশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে। এই সময় ওরশ এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দুই জন জুয়ারি কে আটক করা হয়। আটককৃত দুই জন জুয়াড়িদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

.     আটককৃত দুই জন জুয়াড়ি (১) ধনু মিয়া (৪১),পিতা- আজদু মিয়া,সাং- আমিন পাড়া, ইউপি শাহবাজপুর।(২) সাদ্দাম (২৪), পিতা- রমজান,সাং আমিন পাড়া,ইউপি- শাহবাজপুর। উভয় পোঃ-শাহবাজ পুর,থানা-সরাইল জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

.     এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন মিডিয়া প্রতিনিধি কে বলেন,স্থানীয় জনগণ ওরশ কে কেন্দ্র করে জুয়া সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য জেলা ও উপজেলা প্রশাসন বরাবর আবেদন করে। এরই ধারাবাহিকতায় সরাইল উপজেলা এলাকায় যেখানেই জনস্বার্থ বিঘ্ন ঘটবে,সেখানেই জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা চলমান আছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা সময়,আইনশৃঙ্খলায় সহযোগিতায় সাথে ছিলেন,সরাইল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হাসান সহ-সঙ্গীয় ফোর্স ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় সংশ্লিষ্ট অফিস বৃন্দ।

Daily Frontier News