সাধন সূত্রধর, জেলা প্রতিনিধিঃ-
“আমরা দায়ী নই,তবে
আমরা কেন ভুক্তভোগী” এই শ্লোগানে জলবায়ু পরিবর্তনের জন্য প্রধান প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে লাল কার্ড প্রদর্শনে আজ মানিকগঞ্জ (CPN) ও ইয়ুথ গ্রীণ ক্লাবের আয়োজনে এবং বারসিকের সহযোগীতায় মানিকগঞ্জ বেউথা কালীগঙ্গা নদীর পাড়
দুপুর ১২ ঘটিকা থেকে দুপুর ১.৩০ মি.পর্যন্ত বিশ্বের অধিক কার্বন নিঃসরণকারী দেশের বিরুদ্ধে চাপ সৃষ্টির জন্য যুবদের লাল কার্ড প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইয়ুথ গ্রীণ ক্লাবের সভাপতি মিজানুর রহমান হৃদয় এর সভাপতিত্বে ও যুব নেত্রী বৃষ্টি চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের বিশিষ্ট পরিবেশবাদী সংগঠক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। আরো অংশগ্রহণ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো নজরুল ইসলাম, প্রকল্প সহায়ক রুমা আক্তার, ঋতু রবি দাস প্রমুখ।
আলোচনায় যুবরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনীদেশের কাছে আমাদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেয়ার দাবি করেন। বিশ্বের সকল স্তরে থেকেই কার্বন নিঃসরণের মাত্রা হ্রাসের জন্য জোর দাবি করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics