Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ওপর হামলা কারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

 

“হামলাকারী প্রিতম প্রাথ (২৫) এর ফাঁসি চাই,দৃষ্টান্তমূলক শাস্তি চাই” আজ মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে জেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে সকাল ১১.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভার সাবেক সচিব ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ এর ওপর গত ০৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে গঙ্গাধর পট্টি এলাকায় বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ডেপুটি কমান্ডার ও বামপন্থী নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজুর সভাপতিত্বে ও মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদী সংহতি বক্তৃতা দেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান,জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাকির হোসেন, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ চান্দু দারোগা,
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, বীর মুক্তিযোদ্ধা সংকর লাল ঘোষ,আঞ্চলিক সংগঠন পূর্বাশা নেতা বীর মুক্তিযোদ্ধা হানিফ মিয়া,মিজানুর রহমান মিন্টু, গৌরাঙ্গ সরকার ও মো.আওলাদ হোসেন প্রমুখ।

খুশির খবর যে- হামলাকারী প্রিতম রায় আজ সকালে মানিকগঞ্জের ঘিওর অঞ্চল থেকে র‌্যাব-৪ এর হাতে ধরা পড়েছে। মানববন্ধন থেকে প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য যে- তিনি গত ৪ সেপ্টেম্বর সকালে হাঁটতে বের হয়ে প্রতীম (২৫) নামে এক যুবকের মারধরে গুরুতর আহত হন এবং পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠিয়ে দেন।
রোববার ( ৪ সেপ্টেম্বর ) সকালে জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। প্রিতম শহরের গঙ্গাধরপট্টি এলাকার পলাশের ছেলে।
এ ঘটনায় প্রিতম আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে আজ সকালে আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
মামলা সূত্রে জানা যায়, রোববার সকালে শহরের পূর্বদাশড়া এলাকার বাসা থেকে হাঁটতে বের হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ
এরপর সকাল সাড়ে ৮টার দিকে গঙ্গাধরপট্টি এলাকায় পৌঁছালে স্থানীয় প্রিতম নামে এক যুবক মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পেছনে ধাক্কা মেরে ফেলে দেয় আব্দুল আজিজকে। তিনি উঠে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করেন। এ সময় প্রিতম তাকে প্রথমে কিলঘুষি মারে ও পরে লোহার রড় দিয়ে মাথায় ও চোখে আঘাত করে এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ঘটনাস্থলে জ্ঞান হারায় । পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। যতদূর জানা যায় তার চোখ আর ভালো হবে না। এদিকে আজকের মানববন্ধনে বক্তারা আরো বলেন আমরা প্রিতমের সর্বোচ্চ শাস্তি চাই।

Daily Frontier News