বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে:-
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও ১০ লক্ষ টাকা জরিমানাসহ পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনায় এএসআই মোঃ ওয়াশিমের নেতৃত্বে ও হবিগঞ্জ সদর থানার পুলিশের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী কালীরভাঙ্গা ইউনিয়নের মৃত ইলিয়াছ হোসেন এর পুত্র ডাঃ আসাদ হোসাইন।
১২৯০/২২ মামলায় ৬ মাসের বিনাশ্রম সাজা ও ১০ লক্ষ টাকা অর্থ দন্ডপ্রাপ্ত এবং দায়রা নং-৩১১/২২ মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানাসহ পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইন (৩৭)কে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের পর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics