Daily Frontier News
Daily Frontier News

সরাইলে অনলাইন ভিত্তিক অভিনব কায়দায় জুয়া খেলায় নগদ ৬৩১০ টাকা ২ টি মোবাইল সহ ২ জন গ্রেপ্তার –সরাইল থানা পুলিশ । 

 

 

 

“ সরাইলে অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায়
জুয়া খেলা অবস্থায় ০২টি মোবাইল ফোন ও নগদ-৬৩১০ টাকাসহ ০২ জন অনলাইন জুয়াডী গ্রেফতার

𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, SARAIL 

জেলা ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ আনিসুর রহমান, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের দিকনির্দেশেনা ও জনাব মোঃ আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার( অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সরাইল সার্কেল ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়ের দিকনির্দেশনায় জনাব মোঃ শেহাবুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত), নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ জয়নাল আবেদীন-২, এএসআই(নিঃ)/ সফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স অদ্য ২রা নভেম্বর ২০২২ইং তারিখ ২৩.৩০ ঘটিকায় সময় সরাইল থানাধীন প্রাতঃ বাজার হইতে স্বল্প নোয়াগাঁও যাওয়ার রাস্তার আরিফাইল গ্রামের আবু সাঈদ এর মুদির দোকানের ভিতর হইতে অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলে যুব সমাজকে চরম ভাবে ধ্বংস করার পাশাপাশি তারা দেশের ভাবমুর্তি বিনষ্ট সহ অর্থনৈতিক ক্ষতি করিতেছে বিধায় আসামী (১) জালাল মিয়া(৩২), পিতা-আব্দুল বাছির , গ্রাম- স্বল্পা নওগাঁ, থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, (২) হাসান আলী(৩৮), পিতা-মৃত আবুল কাশেম , গ্রাম- দক্ষিন আরিফাইল, থানা- সরাইল, জেলা –ব্রাহ্মণবাড়িয়াদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলা অবস্থায় নগদ-৬৩১০ টাকা ও একটি Oppo A16e, Samsung Galaxy A30 মোবাইল সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Daily Frontier News