Daily Frontier News
Daily Frontier News

সুবিধা বঞ্চিত নাঙ্গলকোট

 

 

১০টি সমস্যার দ্রুত সমাাধাান না হওয়ায় নাঙ্গলকোট সুবিধা বঞ্চিতদের তিমিরেই থেকে গেল।
গ্যাস,আইসিটি পার্ক, শিল্পব্যাংক স্টেডিয়াম.ফায়ারসার্ভিস ষ্টেশন, বিনোদন কেন্দ্র, হিমাগার,পল্লী বিদুতের সদর দপ্তর আঞ্চলিক মহাসড়ক নির্ম্মাান সময়ের দাবী হওয়া সত্তেও উন্নয়নের রুপকল্প তৈরী হচ্ছেনা।
স্বাধীনতা পরবর্তী সময়ে বীর নাঙ্গলকোট বাসীর স্বপ্নের দাবী কুমিল্লা ও নোয়াখালীর মধ্যবর্তী স্থান তথা দুটি জেলার হৃদপিন্ড বলে খ্যাত নাঙ্গলকোটকে জেলায় উন্নীত করা। কিন্তু দেশের জন্য জাতির জন্য স্বাধীনতার জন্য স্বতস্পূর্ত ভাবে প্রাণ উৎসর্গকারী নাঙ্গলকোট বাসীর শ্রম আর মেধার সঠিক মূল্যায়ন আজোা হয়নি। নাঙ্গলকোটের মানুষ আজো পায়নি যাতায়াত সুবিধা এখানকার কৃষক পাচ্ছেনা উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য। হিমাগোরের অভাবে কৃষকের উৎপাদিত ফসল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংরক্ষন নেই।খেলার মাঠের অভাবে খেলোয়াড় তৈরী হচে্ছনা,নেই কোন বিনোদন কেন্দ্র, ফায়ার সার্ভিস ষ্টেশনের অভাবে যাায়না আগুন নেভানো। নাঙ্গলকোটের বুকচিরে চলে যাওয়া গ্যাস আর রেল লাইন যেন তাদের অনাত্মীয়।ঢাকা চট্টগ্রামে চলাচলকারী প্রয়োজনীয় আন্ত:নগর ট্রেনের অভাবে যাত্রীদের দূর্ভোগের কমতি নেই। যোগাযোগের একমাত্র মাধ্যম এখনো ট্রেণ হলেও সকাল ৭টার পর চট্টগ্রামের দিকে যাওয়ার কোন ট্রেণ নেই। অপর দিকে রাত ৩টা হতে ১১টা পর্যন্ত জেলা সদর কুমিল্লা আসার সুযোগ নেই।থানা পুলিশের ১ টি গাড়ীর অভাবে আইন শৃংখলার উন্নতি হচ্ছেনা ও প্রশাসনিক সুবিধার অভাব জনিত কারনে নাঙ্গলকোবাসীকে পূজিপতি ও স্বার্থবাদীদের হাতের পুতুল হযে বেঁচে থাকতে হচ্ছে।

Daily Frontier News