Daily Frontier News
Daily Frontier News

স্বামী জোর করতে পারবেন না স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে, ঐতিহাসিক রায় বম্বে হাইকোর্টের।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ ভারতের মহারাষ্ট্র রাজ্যের বম্বে হাইকোর্টের বিচারপতি অতুল চন্দুকর ও শ্রীমতী উর্মিলা জোশী ফালকের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেন কোন স্ত্রী কে তার স্বামী তার ইচ্ছার বিরুদ্ধে সন্তান জন্ম নিতে বলবেন না। আজ পেশায় এক শিক্ষক দম্পতির সন্তান নি ধারন ক্ষেত্রে স্বামী ও তার স্ত্রীর অধিকার ক্ষেত্রে কি করনীয় তার উপর রায় দিতে গিয়ে এমন মন্তব্য করেন। এই শিক্ষক তিনি তার স্ত্রী শিক্ষক কে ২০০১,সালে, বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর তার প্রথম সন্তান জন্ম নেয়। তার পর ২০০৪,সালে, দ্বিতীয় বার গর্ভবতী হয়ে পড়ে। এবং স্ত্রী অসুস্থ থাকার কারণে তিনি গর্ভপাত করান। এতে তার শিক্ষক স্বামী বেজায় চটে যান। শুরু হয় দাম্পত্য জীবনের কলহ। এর পর তিনি শশুর বাড়ির লোকেদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি স্বামী ছেড়ে চলে যান। এবং প্রথম সন্তান নিয়ে তিনি শিক্ষকতা শুরু করেন। এর পর স্ত্রী কে ফিরিয়ে আনার জন্য এবং তাকে দ্বিতীয় বার সন্তান ধারণের জন্য বলা হয়। তাতে তিনি রাজী না হওয়ায় কারণে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন নিন্ম আদালতে। কিন্তু নিন্ম আদালতে শিক্ষক স্বামীর বিরুদ্ধে রায় দেয়। তিনি তখন বম্বে হাইকোর্টের বিচারপতি র কাছে আবেদন করেন। আজ বিচারপতি রায় দিতে গিয়ে বলেন যে ভারতের সঙবিধানের অনুছেদ ২১,ধারা, অনুযায়ী কোন স্ত্রী লোকের ব্যাক্তিগত জীবনের নিজের স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে এই দম্পতির বিয়ের পর থেকে অথাৎ ২০০৪থেকে, ২০০৮,সাল, পযন্ত তার কোন খোঁজ খবর নেয়নি তার স্বামী। তাই তার স্ত্রীর বিরুদ্ধে করা মামলা গ্রহণ যোগ্য মনে করে বম্বে হাইকোর্টের বিচারপতি অতুল চন্দুকর ও শ্রীমতী উর্মিলা জোশী ফালকের ডিভিশন বেঞ্চ।।

Daily Frontier News