Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটের ৫ পাখি শিকারীর বিরুদ্ধে বন বিভাগের মামলা

 

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাটঃ

 

পাখি শিকার ও পাচারের দায়ে ৩ জনের নাম উল্লেখসহ ৫ জন কে আসামী করে মামলা দায়ের করেছে বন বিভাগ।

(২৮ সেপ্টেম্বর) বুধবার বন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আল-আমিন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

উপজেলার বগাডুবি গ্রামের ফারুক মিয়ার ছেলে মাসুক মিয়া(৪৫)মাসুক মিয়ার ছেলে হৃদয় মিয়া(১৯) ও আঃ শহিদ এর ছেলে আকুল মিয়া(৩৫) সহ অজ্ঞাত আরো দুজনের নামে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ (২).০৬ ধারায় অপরাধ সংগঠিত করিয়াছে এবং ৩৯ ধারায় শাস্তি পাওয়ার যোগ্য বলে মামলা উল্লেখ রয়েছে।
১নং আসামী মাসুক মিয়াকে ধৃত করিয়া জিজ্ঞাসাববাদ করিলে অজ্ঞাত আসামীদের নাম জানাযাবে।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন,রেমা-কালেঙ্গা বন ও বণ্যপ্রাণী সংরক্ষণ আমাদের দায়ীত্ব। মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

Daily Frontier News