শাহীন বিশ্বাস পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি।।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ভৈরবনগর মোড়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক মতিয়ার রহমান মারা গেছে।
নিহত স্কুল শিক্ষকের বাড়ি পাটকেলঘাটা থানার মিঠাবাড়ী গ্রামে।তিনি জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভৈরবনগর মোড় থেকে মিঠা বাড়ির দিকে যাচ্ছিল। এ সময সাতক্ষীরা থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে মারাত্মক জখম হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয় । নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics