Daily Frontier News
Daily Frontier News

শিশু সুরক্ষায় সমাজের সকল শ্রেণীর মানুষ কে এগিয়ে আসার ডাক দিলেন বারুইপুর জেলা পুলিশের সুপার।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

ছোট ছোট শিশুদের ট্রেকিং থেকে বাচাতে প্রশাসনের সহিত সকল সাধারণ মানুষ কে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস। আজ বারুইপুর জেলা পুলিশের সদর দপ্তরে পশ্চিম বাংলার শিশু সুরক্ষা কমিশনের একটি সভায় উপস্থিত হয়ে একথা বলেন। তিনি বলেন দিনের পর দিন যে ভাবে সমাজের একশ্রেণীর মানুষ ছোট ছোট শিশুদের উপর অত্যাচার ও তাদের কে দিয়ে শিশু শ্রমিকের কাজ করানো হচ্ছে তা কোন মতে মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন ছোট ছোট শিশুদের উপর যে অত্যাচার হচ্ছে তার বেশি ভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের পরিবারের কোন না কোন সদস্যদের দ্বারা পরিচালিত হচ্ছে। এই কাজ বন্ধ করতে হবে সমাজের সকলেই। প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক এন জি ও এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ কে এগিয়ে আসতে হবে। তিনি বলেন গ্রাম বাংলার পাশাপাশি শহরের বিভিন্ন যায়গায় নাবালক শিশুদের উপর বিভিন্ন ভাবে অত্যাচারের শিকার হয়। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ প্রশাসন ও এন জি ও মাধ্যমে খবর পেয়ে তৎকালীন পদক্ষেপ গ্রহণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে জানার বাইরে থেকে যায়। তাই শিশু নির্যাতন ও নিগ্রহ বন্ধ করতে সকলের সাহায্য দরকার। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান শ্রীমতী অনন্যা চক্রবর্তী এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান শ্রীমতী অনিন্দিতা ব্যানার্জী ও পশ্চিম বাংলার সঙলাপ হোমের কর্মকর্তা শ্রী পিনাকী রন্ধন সিনহা, শ্রীমতী তপতী ভৌমিক । এবং ওয়াল্ড ভিশন ইন্ডিয়া র অধিকারী জ্যোসেপ ওয়েলসী ও সন্দ্বীপ ভৌমিক। সেই সাথে উপস্তিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের প্রতিটি থানার অফিসাররা ও বিভিন্ন এন জি ও র প্রতিনিধিরা। এই সভাটি পরিচালনা করেন বারুইপুর জেলা পুলিশের মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু।।

Daily Frontier News