মোঃ মফিজ উদ্দিন ভুইয়া।
আশায় আশায় দিন কেটে যায়
হবে একদিন জীবনাবসান।
কেহ আশা পুরনে, কেহ নিরাশায়
কেহ হতাশায় কাফনে জড়ান।।
কেহ চলে রাজকীয়, কেহ ধ্যানে
দিন কেটে যায় সমান সমান।
কেহ আকাশ পথে, কেহ হেটে,
ভুড়ি ভুড়ি তার আছে প্রমান।।
জীবন চলায় হোঁচট খেয়েছে
নিশ্ব হয়েছে কেহ।
নিশ্ব হতে কেহ রাজাধীরাজ
ফুর ফুরে মেজাজে দেহ।।
জীবনটা কারো মেঘলা আকাশে
একাকীত্বে করছে বসবাস।
কারো জীবনে এসেছে পৌষমাস
কারো জীবনে সর্বনাশ।।
জীবন চলে কর্মের দোলাচালে
জীবন সময়ে সীমাবদ্ধ।
কর্মই হবে সফলতার চাবিকাঠী
বেঁচে থাকার নাম জীবনযুদ্ধ।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics