Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জ জেলা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ফোরাম গঠন

 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
মানিকগঞ্জ জেলা

 

মনিদাস,রবিদাস,লোহকার,রাজবংশীসহ বিভিন্ন সামাজিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে “বহুত্ববাদী সমাজ বিনির্মাণে বৈষম্যমুক্ত সাংস্কৃতিক ও সহনশীল নাগরিক চাই এই শ্লোগানে এবং সরকারি সামাজিক সুরক্ষাও উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর অংশিদারিত্ব নিশ্চিতে সকলে সচেতনতায় গতকাল ২২ সেপ্টেম্বর ২২ মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে মতবিনিময় ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ময়ারাম মনিদাস। প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগন বিভিন্ন গ্রামের মন্দির ও শ্বশান এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের নানান সমস্যা ও তাদের সরকারি নীতিমালা অনুসারে দলিত হিসেবে স্বীকৃতি প্রদান করার দাবীসমূহ লিখিত আকারে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত মানিকগঞ্জ এর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বরাবর উপস্থাপন করেন। প্রধান অতিথি তাদের দাবী সমূহ পূরনের আশ্বাস দেন এবং পাশাপাশি তাদের নিজেদের আরো সক্রিয় হয়ে সরকারের বিভিন্ন সুযোগ সমূহ যাতে নিজ যোগ্যতায় পেতে পারে তার জন্য লেখাপড়া ও স্কুলে যেতে হবে তার তাগিদ দেন।তিনি আরো বলেন যে কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো তা সমাধানের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জোয়ারদার মোহম্মদ মহিউদ্দীন, আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, বিশিষ্ট সমাজকর্মী অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ,নারী নেত্রী লক্ষী চ্যাট্যার্জি, সহকারী অধ্যাপক আশুতোষ রায়, দশরথ রবিদাস, খোকন রাজবংশী,আনন্দ সরকার ,নিত্য সরকার, এডওয়ার্ড এস জামান, বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, কমল চন্দ্র দত্ত ও বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারি বিমল চন্দ্র রায়। মতবিনিময় শেষ মহারাম মনিদাসকে সভাপতি ও সুচরন মনিদাস কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ফোরাম গঠন করা হয় এবং সাত উপজেলার দুইজন করে সদস্যকে স্ব স্ব উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ফোরাম গঠনের জন্য প্রতিনিধি নির্বাচন করা হয়। উল্লেখ্য বারসিক মানিকগঞ্জ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করে আসছে । আঠারটি গ্রামে শতাধিক প্রতিনিধিদের অংশগ্রহনে এই মতবিনিময় ও সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

Daily Frontier News