Daily Frontier News
Daily Frontier News

তেজগাঁও কলেজে অনার্স ১ম বর্ষের(শিক্ষাবর্ষ ২০২১-২২) ক্লাস শুরু

 

মোস্তাফিজুর রহমান 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বৃহত্তম বেসরকারী মডেল কলেজ তেজগাঁও কলেজ,ঢাকা অনার্স ১ম বর্ষের ( শিক্ষাবর্ষ ২০২১-২২) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের মাধ্যমে ক্লাস শুরু হলো।

আজ ১২ সেপ্টেম্বর তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে কলেজের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান প্রফেশনাল ভবনের প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ড. খন্দকার বজলুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ( প্রশাসন ও একাডেমিক) প্রফেসর আঞ্জুমান আরা।

উল্লেখ্য যে, ১২ ও ১৩ সেপ্টেম্বর মোট ২৪ টি বিষয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ১৮ টি বিষয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়। ১৩ সেপ্টেম্বর ৬টি বিষয়ের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তেজগাঁও কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব ফরিদুর রহমান খান ইরান, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদার উদ্দিন আহমেদ, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান।

Daily Frontier News