বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লায় বাবাকে পেটানো সেই যুবক গ্রেফতার
কুমিল্লায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগে আবদুল মান্নান (৩০) নামে এক যুবককে শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই বাবার নাম আবদুল জলিল।
এর আগে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে। ওই ভিডিওতে দেখা যায় ছেলে তার বাবাকে দুই দফায় নিজের হাতে কয়েকবার বাঁশ দিয়ে পেটাচ্ছে।
ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম সন্তান তার পিতাকে এমন অমানবিকভাবে নির্যাতন করেছে, তা যেকোনো মানুষের বিবেককে নাড়া দিবে। ঘটনাটি ফেসবুকে দেখার পর আমরা সঙ্গে সঙ্গে ব্রাক্ষণপাড়ার ওসিকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বলি। পুলিশ শনিবার সকালে তাকে আটক করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা বলেন, ‘অভিযান চালিয়ে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, ফেসবুকে বিষয়টি দেখেছি। উপজেলা প্রশাসন অভিযুক্ত ছেলেকে আটক করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। আজ তাকে গ্রেফতার করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics