Daily Frontier News
Daily Frontier News

আমি পুরুষ

আমি পুরুষ

মোঃ আক্তার হোসেন

 

 

আমি পুরুষ,
স্রষ্টার সৃষ্টি সাহসী এক নর,
মনে-প্রানে সদা থাকি বলিয়ান—
আমি বিষ্ময়কর।

আমি পুরুষ,
আমার শরীরে রক্ত-ঘামের দাগ,
বুক ভরা প্রেম আমারও আছে—
আছে অনুরাগ।

আমি পুরুষ,
আমি হয়েছি কত রবীন্দ্র-নজরুল
কিংবা জাতির পিতা,
আমার কলমে-সাহসী কন্ঠে—
জ্বলেছে শত্রুর চিতা।

আমি পুরুষ,
আমারও আছে হাসি কান্না,আবেগ-ডিপ্রেশন,
তবুও আমি থেমে থাকি নি—
করি শান্তির অন্বেষন ।

আমি পুরুষ,
আমি এক মায়ের পেটের সন্তান,
নারীদের দেখি মাতৃচোখে তাই—
করি না অসম্মান।

আমি পুরুষ,
আমি যুগ যুগ ধরে এসেছি,
এই জন্মভূমির কোলে,
তবুও পারি না দেশদ্রোহীতা—
আমি সৈনিক বলে।

আমি পুরুষ,
কষ্ট আমার পাথর সমান,
কান্না নেই আজ চোখে,
গাধার মতো বেঁচে তবুও—
আছি–ই অনেক সুখে।

কবিতা: আমি পুরুষ
লেখক : মোঃ আক্তার হোসেন (সাংবাদিক)
উৎসর্গ: বিশ্বের সকল পুরুষজাতির জন্য।
লিখার সময়: ২৫ শে জুলাই,২০২২
লিখার স্থান: সিলেট

Daily Frontier News