Daily Frontier News
Daily Frontier News

মাধবপুরের ধর্মঘরে আওয়ামী লীগের ভূয়া কমিটি

 

 

কাওছার আহমদ

 

মাধবপুরের ১নং ধর্মঘর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্যমান অনুমোদিত ও বৈধ কমিটি থাকা সত্বেও অপর একটি কমিটি গঠনের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক দলীয় প্যাডে এক বিবৃতিতে এটিকে ভুয়া ও আওয়ামী রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে বর্ষিয়ান নেতা আব্দুর রাজ্জাক ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারী তারিখে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়ার কথা জানিয়ে বলেছেন ৬৯ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে আব্দুল আউয়াল ভারপ্রাপ্ত সভাপতি ও মিসবাহুল বর পলাশ সাধারণ সম্পাদের দায়িত্ব লাভ করেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে তিনি (আব্দুর রাজ্জাক) এবং সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান ওই কমিটি অনুমোদন করেন।সম্প্রতি মোঃ ফরিদ মিয়াকে সভাপতি ও নজরুল ইসলাম রাজাকে সাধারণ সম্পাদক উল্লেখ করে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগ নামীয় একটি কমিটির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও জানাজানি হয়।উক্ত কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মোঃ আব্দুর রাজ্জাকের স্বাক্ষর জাল করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।তিনি এ ধরণের বিষয়কে আওয়ামী রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র বলে উল্লেখ করে বিভ্রান্ত না হয়ে নিজেদের ঐক্য জোরদারের আহবান জানিয়েছেন।এদিকে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের বৈধ ও অনুমোদিত কমিটির সেক্রেটারী মিসবাহুল বার পলাশ জানিয়েছেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কমিটির সভাপতি ফরিদ মিয়া ও সেক্রেটারী নজরুল ইসলাম রাজা আগের কমিটিতে সহ সভাপতি হিসাবে রয়েছেন।একটি মহল সভাপতি আঃ আউয়াল কে মেনে নিতে না পেরে নানামুখী ষড়যন্ত্র করছে বলে পলাশ জানান।মাধবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক জানান,নতুন কমিটি সম্পুর্ন ভুয়া ও ভিত্তিহীন

Daily Frontier News