আব্দুল জাহির মিয়া চুনারঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ-
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৩২ কেজি গাজাসহ অর্ধ কোটির বেশি টাকা মূল্যের মালামাল ও যানবাহন আটক। চলতি মাসে ৫ কোটির অধিক মালামাল জব্দ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৪টি পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৬ লক্ষ ০১ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় হিমায়িত গরুর মাংস, গাঁজা, চা-পাতা এবং বাংলাদেশী রাবার।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র একটি বিশেষ টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযানে গিয়ে আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে টহলদল সিলেট থেকে ছেড়ে আসা সন্দেহজনক চলমান একটি ট্রাক থামানোর সংকেত দিলে চালক বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে টহলদল থেকে ২০০ গজ দূরে চালক ট্রাক রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত পলায়ন করে। পরে বিজিবি’র সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ভারতীয় হিমায়িত গরুর মাংসসহ ট্রাকটিকে আটক করে।
এছাড়াও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন চিমটিবিল ও সাতছড়ি বিওপি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন কাকমারাছাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত একাধিক আকস্মিক অভিযানে মোট ০৬ লাখ ০১ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চা-পাতা এবং বাংলাদেশী রাবার আটক করা হয়। বর্ণিত অভিযানের মধ্যে সাতছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে বিজিবি’র টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৪ লক্ষ ৬২ হাজার টাকা মূল্য মানের ১৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি’র চৌকস সদস্যরা এ সকল আকস্মিক অভিযান পরিচালনা করে।অভিযানের বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান,আমরা সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে সর্বদা সজাগ। এই ধরনের সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics