Daily Frontier News
Daily Frontier News

ডাচ্ বাংলা ব্যাংকের উদ্যোগে বিশ্বনাথে আর্থিক সাক্ষরতা কর্মশালা

 

মো:ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধি:-

 

ডাচ্ বাংলা ব্যাংকের উদ্যোগে বিশ্বনাথে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২২ মে) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের সেবা কমিউনিটি সেন্টারে ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন,ফরহাদ মাহমুদ হেডঅব এফআইসিডি ডাচ্ বাংলা ব্যাংক,ফরিদ আহমদ আরসিএম সিলেট অফিস ডাচ্ বাংলা ব্যাংক,আবুল হাসনাত খান আরএম এজেন্ট ব্যাংকিং ডিবিশন সিলেট১,মোঃইউসুফ আলী তালুকদার রকেট আর এম সিলেট১,কামরুল ইসলাম এরিয়া ম্যনেজার সিলেট এজেন্ট ব্যাংকিং ডিবিশন সিলেট,আবু জাফর রতন ব্রাঞ্চ ম্যানেজার ডাচ্ বাংলা ব্যাংক বিশ্বনাথ,রাকিব আহমদ এরিয়া ম্যানেজার রকেট,তোফায়েল আহমেদ সিও সিলেট অফিস,পংকজ সিও সিলেট অফিস,আবু সুফিয়ান এজেন্ট ব্যাংকি আউটলেট রামপাশা বাজার ও প্রমুখ।

এ সময় কর্মকর্তারা ডাচ্ বাংলা ব্যাংক পরিচিতি,পরিষেবাসমুহ,ব্রাঞ্চ ব্যংকিং,ডিপোজিট সেবা,ঋণ সেবা,ইন্টারনেট ব্যাংকিং,রকেট সেবা,এজেন্ট ব্যাংকিং সেবা,অল্টারনেটিভ চ্যানেল ,ব্যাংক কার্ড পরিচিতি,নেক্সাস পে,কর্পোরেট ব্যাংকিং,এসএমই ব্যাংকিং,অফসোর, এলার্ট,ব্যাংকাসুরেন্স সেবার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও পর্দায় প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ডাচ্ বাংলা ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।

Daily Frontier News