জেলা প্রতিনিধি:-
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে ইসলামী ব্যাংক,র ২৬৬তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে হাজী গোলাম হোসেন মার্কেট চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উপশাখার উদ্বোধন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, যেখানে তেলাওয়াত করেন পাটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মাওলানা রুহুল আমীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মোঃ সাদেক আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান জনাব মুহাম্মদ কামরুল বারী ইমামী।
স্বাগত বক্তব্য রাখেন পাটকেলঘাটা উপশাখার ইনচার্জ জনাব হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – সমাজসেবক ডা. মাহমুদুল হক, সহকারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, টাটা গ্রুপ কেয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কেশব কুমার সাধু, পাটকেলঘাটা বাজার কমিটির সেক্রেটারি আব্দুল লতিফ বিশ্বাস, তুবা পাইপ অ্যান্ড ফিটিংসের স্বত্বাধিকারী মীর শাহীন এবং পাটকেলঘাটা থানার এসআই হাদিউর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার প্রিন্সিপাল অফিসার জনাব বেলাল হোসেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics