আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর অংশে আশুগঞ্জ থেকে চান্দুরা পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে করে গত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় আশুগঞ্জ থেকে শাহবাজপুর পৌঁছাতে সক্ষম হয়েছেন অনেক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। বিভিন্ন পয়েন্টে আটকে আছে রোগী বহনকারী এম্বুলেন্স।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সড়কে বড় আকারের একটি গর্তে একাধিক গাড়ি আটকে পড়ায় যানজটের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি এতটাই মারাত্মক রূপ নেয় যে পুরো মহাসড়কে থেমে যায় যান চলাচল।
যানজটে আটকে থাকা যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই। কেউ রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ ক্লান্ত হয়ে গাড়ির বাইরে বসে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিদেশগমন ইচ্ছুক যাত্রীরা এবং প্রবাস ফেরতরা, যাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।
পরিস্থিতির এমন অবনতির পরেও অনিশ্চয়তা ভুগছেন যানজটে আটকে পড়া যানবাহন ও যাত্রীরা। মহাসড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বিকল্প সড়ক বা তাৎক্ষণিক কোনো কার্যকর উদ্যোগ না থাকায় সমস্যা কাটছে না।
এমতাবস্থায় যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান জানান, যে পর্যন্ত বিশ্ব রোডের রাস্তার খানা খন্ধের কাজ শেষ না হবে সে পর্যন্ত এই যানজট এর সমাধান হবে না।তবে কর্তৃপক্ষ দুই একদিনের মধ্যে কাজটি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics