মো: জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি:-
. ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আতিকুর রহমান, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
. ১৬ই মে ২০২৫ইং তারিখ, রাত অনুমান ১০.৩০ ঘটিকার পর হইতে ইং-১৭ই মে ২০২৫ইং তারিখ, ভোর রাত অনুমান ৪.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, আখাউড়া মসজিদপাড়া সাকিনে ইসমাইল সর্দারের বসত বাড়ির ভাড়াটিয়া দোচালা টিনসেড বসত ঘরে ভিকটিম মেহেদী হাসান(২৬), পিতা-মৃত জলফু মিয়া, সাং-আখাউড়া মসজিদপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া কে হত্যা করেছে মর্মে থানায় সংবাদ দেয়।
. উক্ত সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র) মোঃ বাবুল মিয়া বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ সহ তাহার নবাগত স্ত্রী মোছাঃ জান্নাত আক্তার(১৮), স্বামী-মেহেদী হাসান, পিতা-মোঃ আল আমিন মিয়া, মাতা-মোছাঃ নার্গিস আক্তার, সাং-চন্দনসার(কুলিবাগান), বর্তমানে সাং-মসজিদপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া গ্রেফতার করিয়া থানায় হেফাজতে রাখা হয়। ভিকটিম মেহেদী হাসান এর লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
. উল্লেখ্য যে, গত ইং- ৯ই মে ২০২৫ইং তারিখ মেহেদী হাসানের সাথে ঘাতক স্ত্রী মোছাঃ জান্নাত আক্তার এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। ভিকটিম মেহেদী হাসান আখাউড়া সড়ক বাজারের সানি ফার্মেসীতে চাকুরী করে। গত ইং-১৬ই মে ২০২৫ইং তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় মেহেদী হাসান(২৬) ফার্মেসী থেকে ঘরে ফিরে মা সহ একত্রে রাতের খাবার খেয়ে যার যার রুমে ঘুমিয়ে যায়। ইং-১৭ই মে ২০২৫ইং তারিখ, ভোর রাত অনুমান ৪.০০ ঘটিকার সময় ঘাতক মোছাঃ জান্নাত আক্তার বাড়ির মালিক সহ ভিকটিমের মাকে ডেকে জানায় যে, মেহেদীকে অজ্ঞাতনামা কয়েকজন খুন করে পালিয়ে গেছে। তাৎক্ষনিক ভাবে মেহেদী হাসান(২৬) কে অটো যোগে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
. ঘটনার সময় ঘরে থাকা একমাত্র লোক ঘাতক মোছাঃ জান্নাত আক্তার খুন হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে একেক সময় একেক ধরণের কথা বলায় তার প্রতি সকলের সন্দেহ হয়। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া ঘাতক মোছাঃ জান্নাত আক্তার কে জিজ্ঞাসাবাদ করিলে একপর্যায়ে স্বামীকে হত্যা করেছে মর্মে স্বীকার করে। থানা পুলিশ ঘাতক মোছাঃ জান্নাত আক্তারকে আরও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম মেহেদী হাসান(২৬) বিয়ের পর থেকে ঘাতক মোছাঃ জান্নাত আক্তারের সাথে একাধিক বার সহবাস করতে চাওয়ায় ভিকটিম মেহেদী হাসান প্রতি চরম ক্ষিপ্ত হইয়া ঘটনার তারিখ রাতে পরিকল্পিত ভাবে কোক এর সাথে ৬ টি ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ায় এবং একপর্যায়ে মেহেদী হাসান’কে বালিশ দিয়ে মুখে চাপা দিয়া ধরলে ধ্বস্তাধস্তি করে খাট থেকে নিচে পড়ে যায়।
. এরপর ঘাতক জান্নাত আক্তার ভিকটিম মেহেদী হাসান’কে বালিশ দিয়ে মুখে চাপা দিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যা করে। উক্ত খুন সংক্রান্তে বাদীর বড় ভাই আবুল কালাম আজাদ থানায় অভিযোগ দায়ের করিলে আখাউড়া থানায় হত্যা মামলা রুজু করা হয়। ঘাতক জান্নাত আক্তার এর স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics