মান্দা প্রতিনিধি-
নওগাঁর মান্দায় তীব্র তাপদাহে স্বস্তি দিতে ধান ক্ষেতে ঘুরে ঘুরে কৃষকদের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন।
বুধবার (১৪ মে) সকাল থেকে দিনব্যাপি উপজেলার পরানপুর ইউনিয়নে বিভিন্ন ফসলের মাঠে বিশুদ্ধ পানি, স্যালাইন, বিস্কুট ও কলা বিতরণ করেন তিনি। সকাল থেকে কৃষক, স্থানীয় জনগণ ও বিভিন্ন পেশাজীবির মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
কৃষক জলিল মিয়া বলেন, আমরা সকাল থেকে মাঠে ধান কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মতিন হঠাৎ দেখি মাঠে পানি, স্যালাইন, কলা দিচ্ছে। এতে আমাদের খুব উপকার হয়েছে।
আরেক কৃষক আমজাদ হোসেন বলেন, প্রচণ্ড গরমে মাথা ঘুরছিল। এখান থেকে স্যালাইন খেয়ে অনেকটা সুস্থ লাগছে। আল্লাহ ভাইকে ভালো করুন।
এম এ মতিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে তীব্র গরমে স্বস্তির কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, শুধু পানি বা স্যালাইন নয়, ভবিষ্যতে তিনি অসহায় মানুষের জন্য পথেঘাটে ছায়ানিবাস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের পরিকল্পনাও করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, পরানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান, কৃষক দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ইজাজুল হোসেন, যুবদলের সভাপতি সারোয়ার জাহান নান্টু, সাধারণ সম্পাদক সাহাদত হোসেন প্রমুখ।
এছাড়াও মান্দা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফজলুল করিম সবুজ
মোবাইলঃ 01736343302
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics