ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বি আর গভাই। আজ সকালে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু। ভারতের সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সঞ্জীব খান্না র বিদায় নেওয়ার পর আজ নতুন করে ভারতের 52,তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বি আর গভাই। ভারতের মহারাষ্ট্রে অমরাবতী তে 1960, সালে জন্মগ্রহণ করেন। ছোট্ট বেলায় গরীব পরিবারের সদস্য হওয়ার কারণে বহু চেষ্টা র পর লেখাপড়া করেন। এবং পরে উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন। এবং আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এবং 1985, সালে বম্বে হাইকোর্টের বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। এবং বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন 2003, সালে এবং মাঝে তিনি ভারতের কেরালা রাজ্যের এবং বিহার রাজ্যের রাজ্যপাল হিসেবে নির্বাচিত হন। এবং 2019, সালে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। এবং আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। আজ সকালে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু।সেই সময় উপস্থিত ছিলেন সাবেক ভারতের প্রধান বিচারপতি শ্রী সঞ্জীব খান্না। এছাড়া আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা ও বার কাউন্সিলের সদস্য এবং অন্যান্য ভি ভি আই পি রা। এটা নিয়ে ভারতের 52,তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বি আর গভাই। তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics