মোঃ ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধি:-
বিশ্বনাথের বেতসান্দি হাজি চান্দ আলী ফাউন্ডেশন এর ফাউন্ডার, সুরমা সোসাইটি ইউ’কের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ’কের ইসি বোর্ড মেম্বার, অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সাবেক সাধারণ সম্পাদক, খ্যাতিমান জননন্দিত সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী গিয়াস মিয়া গয়াস বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মনোনীত হয়েছেন।
সম্প্রতি ক্লাবের এক সাধারণ সভায় ক্লাবের সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে তাকে আজীবন সদস্য হিসাবে মনোনীত করা হয়।
গিয়াস মিয়া গয়াস বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের বেতসান্দি মোকাম বাড়ীর মরহুম হাজি চান্দ আলী ও রুপতেরা বিবির সুযোগ্য সন্তান। তারা ৫ ভাই ও ১ বোন।
১৯৮০ ইংরেজীতে তিনি ৪ থেকে ৫ বৎসর বয়সে স্হায়ী ভাবে যুক্তরাজ্যে গমণ করেন। বর্তমানে যুক্তরাজ্যে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি।
তিনি স্বদেশবাসীর অসহায় ও দুঃখী মানুষের কল্যাণে নিবেদিত এক প্রাণ। অসহায় মানুষের কল্যাণে অকাতরে বিলিয়ে দিচ্ছেন তাঁর অর্জিত সম্পদ। স্বদেশের অসহায় মানুষকে ঘর নির্মাণ, টিউবওয়েল প্রদান, অসুস্হদেরকে সুস্হতার জন্য অর্থ দান, অসহায় ও এতিম অবিবাহিত মেয়েদেরকে বিবাহ দানে সহযোগীতাসহ স্বদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে তিনি সদা জাগ্রত।
জন্ম ভূমির অধিবাসীদেরকে নিয়েই তাঁর ভাবনা।
এই ভাবনা থেকেই তিনি তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত করেছেন হাজি চান্দ আলী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন প্রান্তের অগণিত অসহায় মানুষকে দান করে আসছেন। তাছাড়া মসজিদ, মাদ্রাসা ও একাদিক শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। বর্তমানে সাংবাদিক ও সংবাদ পত্রের কল্যাণেও তিনি এগিয়ে এসেছেন।
তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত হাজি চান্দ আলী ফাউন্ডেশনের মাধ্যমেই তিনি আজীবন স্বদেশবাসীর কল্যাণে কাজ করতে চান আর এ কাজ তিনি অব্যাহত রেখেছেন।
সমাজসেবক গিয়াস মিয়া গয়াস বলেন, জীবনে বাংলাদেশে নির্বাচন করার কোনো স্বপ্ন আমার নেই। আমরা জানি এই পৃথিবী চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। মৃত্যুর পরবর্তী জীবনই হচ্ছে আসল ঠিকানা।
তিনি বলেন, আমি মানবকল্যাণে যে কাজ করছি এসব কাজ যদি মহান আল্লাহতালা কবুল করে নেন তাহলে এটাই হবে আমার জীবনের আসল প্রাপ্তি।
পরিশেষে তিনি বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics