আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-
মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি, স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।
১০ই মে (শনিবার) সকাল ১২ ঘটিকায় উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক, ৬০জন শিক্ষার্থীর মাঝে হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতার, পুরস্কার বিতরণী শিক্ষা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এমন প্রোগ্রাম বাচ্চাদের জ্ঞানের বিস্তার ঘটে। তাই এ ধরনের প্রোগ্রাম অংশগ্রহণ ও নিয়মিত করার আহ্বান জানান।
এ সময় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics