মো: জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি:-
. আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক দ্রব্য ব্যবসায়ী নগদ অর্থ ২৭,৫২০ টাকা, ৬৮৫ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল মাদক সহ আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাচ্চু সাংবাদিক ও নুরুল্লাহ গ্রেফতার ।
. জেলা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা ৯ই মে ২০২৫ইং তারিখ ৯:৩০ ঘটিকার সময়, আশুগঞ্জ ক্যাম্প হইতে মেজর ইমতিয়াজ এর নেতৃত্বে আশুগঞ্জ থানা এলাকা গোল চত্বরের পাশে, আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
. উক্ত অভিযানে (১) সাদেকুল ইসলাম সাচ্চু উরফে সাংবাদিক সাচ্চু,পিতা-দানু মিয়া,মাতা-সার বানু,সাং চর চারতলা টেকপাড়া,আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। (২) নুরুল্লাহ পিতা-ফাইজুর,মাতা-জোবেদা খাতুন,সাং চর চারতলা সরকার বাড়ী,আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কে নিম্নোক্ত মালামাল সহ গ্রেফতার করা হয়।
. উদ্ধারকৃত মালামালঃ-নগদ টাকা-১০০০ টাকার নোট-০৯ টি =৯,০০০ টাকা।৫০০ টাকার নোট-৩২ টি ১৬,০০০ টাকা।২০০ টাকার নোট-০৩ টি =৬০০ টাকা ১০০ টাকার নোট-১২ টি=১,২০০ টাকা।৫০ টাকার নোট -০৯ টি =৪৫০ টাকা ২০ টাকার নোট-০২ টি=৪০ টাকা ১০ টাকার নোট-০৩ টি=৩০ টাকা।মোটঃ-২৭,৫২০ টাকা।
. উদ্ধারকৃত মাদক দ্রব্য (১) ইয়াবা-৬৮৫ টি (২) ফেনসিডিল-ভর্তি বোতল ৪৫ টি। (৩) ফেনসিডিল খালি বোতল ৭৩ টি।(৪)ল্যাপটপ-০১ টি। (৫) ক্যামেরা- ০১ টি। (৬) সিপিইউ-০২ টি। (৭) মোবাইল- ০৩ টি। (৮) মোটর সাইকেল- ০১ টি,নাম-ইগনেটর-১২৫ সিসি।
. এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ বিল্লাল হোসেন মিডিয়া প্রতিনিধি কে জানান, আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলার দায়ের করা হয়েছে। আসামিদের কে কোর্ট হাজতে সপোর্দ করা প্রক্রিয়াধীন আছে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics