আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম এর আওতায় ব্যাটারি চালিত অটোরিকশা প্রদান করে এক ভিক্ষুককে পুনর্বাসন করেছেন।
২০২৫ অর্থ বছরে উক্ত দপ্তরের অধীনে ও তরী বাংলাদেশ বিজয়নগর শাখার সদস্য সচিব সাংবাদিক আলমগীর হোসেন এর সার্বিক যোগাযোগের মাধ্যমে উপজেলার বুধন্তি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের নাছিমা বেগম এর ছেলে মো: পলাশ মিয়াঁকে নতুন ব্যাটারি চালিত অটোরিকশা প্রদান করেন।
১০ই মে (শনিবার) দুপুর ১২ টায় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা ও অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজসেবা অফিসার রাকেশ পাল এর উপস্থিতিতে এ গাড়িটি হস্তান্তর করা হয়।
অসহায় নাছিমা বেগম উপজেলা সাতগাঁও গ্রামের সম্ভ্রান্ত পুলিশ পরিবারের সদস্য। সময়ের বিবর্তনে পরিবারটি রাস্তায় নামতে হয়েছে। নাছিমা বেগমের দুই ছেলের মধ্যে বড় ছেলে মানসিক ভারসাম্যহীন অবস্থায় গত ৮ বছর আগে নিখোঁজ হয়েছে। স্বামী আরিছ মিঁয়াও অক্ষম প্রতিবন্ধী অবস্থায় ঘরে অবস্থান করছেন। ছোট ছেলে মোঃ পলাশ মিয়া দিনমজুর অবস্থায় টানা পুরাই সংসার চালাতেন। এরই মাঝে সাংবাদিক আলমগীর হোসেন বিভিন্ন সরকারি অনুদান ও আবাসনের ব্যবস্থা করেছেন। বিদায়ী সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম ও অতিরিক্ত দায়িত্বে থাকা বর্তমান সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল ও উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা এর আন্তরিক সহযোগিতায় একজন অসহায় পরিবারকে সহযোগিতা করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, অসহায় ভিক্ষুক শনাক্ত করা খুবই চ্যালেঞ্জিং বিষয়, সাংবাদিক আলমগীর হোসেনের সার্বিক সহযোগিতায় সঠিক জায়গায় সরকারি অর্থ দিয়ে একজন ভিক্ষুক পরিবারকে পুনর্বাসন করতে পেরে আমি আনন্দিত। আমি আশা করব সকল সাংবাদিকরা নিঃস্বার্থভাবে সহযোগিতা করলে আমাদের কাজ করা সহজ হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, ভিক্ষাবৃত্তি সমাজে অসম্মানজনক কাজ, আমরা এই পরিবারটিকে অটো রিক্সাটি দিয়ে সহযোগিতা করেছি যাতে তার পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। ভবিষ্যতে ওই পরিবারটি কোন সমস্যা হলে তাদের পাশে থাকব। সঠিক জায়গায় অর্থায়ন করতে পেরে ও সার্বিক সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics