ছাতক প্রতিনিধিঃ-
ছাতকের ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য গঠন) মনির হায়দারকে এক সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ মে) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ আব্দুছ সোবহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মঈনুল হক মুমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, ঐক্যমত্য গঠনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানো সময়ের দাবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মখসুদ মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, এএসপি সার্কেল আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাহিদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন ছাতক উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সদরুল আমীন সোহান।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম আলম, আবুল লেইছ কাহার, অধ্যক্ষ মহিউদ্দিন, আরশ আলী, আলকাছ আলী, নজমূল মেম্বার, আব্দুল কদ্দুস, হাজী ছুরাব আলী, নূর উদ্দিন বাহার, গোলাম কিবরিয়া রিপন প্রমুখ।
সংবর্ধনা শেষে মনির হায়দার মাদ্রাসা প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষকদের জন্য একটি ল্যাপটপ উপহার প্রদান করেন, যা উপস্থিতদের মাঝে প্রশংসার সৃষ্টি করে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics