Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসামী সহ ২ কোটি টাকা মূল্যের ভারতীয় রাজস্থানী তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপ আটক

 

 এস এম আলী আজম :-

 

.   জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহবাজপুর এলাকা তারিখ ৯ই মে ২০২৫ইং রোজ শুক্রবার, আনুমানিক ১১:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল তথ্য উপাত্তের ভিত্তিতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মোশারফ হোসাইন  এর উপস্থিতিতে বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

.    উক্ত টাস্কফোর্স অভিযানে ১জন আসামী সহ ভারতীয় অবৈধ রাজস্থানী তোতাপুরি ছাগল-৩২টি, দুম্বা- ১০টি, মাঝারি ট্রাক- ১টি এবং পিকআপ-১টি আটক করে । আটককৃত তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক সিজার মূল্য প্রায় ২,৪৭,০০,০০০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ) টাকা।

.   আটককৃত আসামী (১)মোঃ ইয়াকুব আলী (২৯), পিতাঃ মোঃ আহাদ আলী, গ্রামঃ পোটখালী, পোষ্টঃ বালন্ডা, থানাঃ শারশা, জেলাঃ যশোর। আটককৃত আসামী কে ভারতীয় তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক এবং পিকআপ সহ সরাইল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

.   লে: কর্নেল জাব্বার আহমেদ,সিগন্যালস সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে ছাগল ও দুম্বা সহ অন্যান্য যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

.     এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মোশারফ হোসাইন মিডিয়া প্রতিনিধি কে বলেন,সরাইল ব্যাটালিয়াম (২৫ বিজিবি) বিজ্ঞ অধিনায়ক সহ বিজিবি ও সরাইল উপজেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স অভিযানের অংশবিশেষ । এ ধরনের অবৈধ কর্মকান্ডে,আমাদের যৌথ টাস্কফোর্সের উদ্যোগে অভিযান চলমান থাকবে ।

Daily Frontier News