Daily Frontier News
Daily Frontier News

বিএমইউজে ফেনী জেলার সভাপতি কামাল সাধারণ সম্পাদক আফতাব মোমিন

স্টাফ রিপোর্টারঃ-

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলার তৃতীয় মেয়াদের কমিটি ২০২৫-২০২৬ অনুমোদন দেয়া হয়েছে ।

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ খ্রিঃ তারিখে সংগঠনটি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেনী জেলা কমিটিতে ফেনীর গৌরব সম্পাদক, বাংলাদেশ টুডে জেলা প্রতিনিধি ও অবিভক্ত ফেনী প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি মো: কামাল উদ্দিন ভূঁইয়াকে সভাপতি এবং দৈনিক বঙ্গ সংবাদ, বিজনেস মিরর জেলা প্রতিনিধি আফতাব হোসেন মোমিনকে সাধারণ সম্পাদক করে ৩৬ জন সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

সহ সভাপতি পদে রয়েছেন দৈনিক ইত্তেফাক, ফেনীর সময় প্রতিনিধি মোহাম্মদ শেখ কামাল, দৈনিক সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গির, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া পয়গাম প্রতিনিধি কাজী নুরুল আলম নিলু ও দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি মো: আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ পদে দৈনিক দেশের পত্র প্রতিনিধি আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা/ রাজধানী টিভি প্রতিনিধি আলাউদ্দিন সবুজ,দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ কন্ঠ মো: গাজীউল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক নিখাদ খবর প্রতিনিধি আবদুল আজিজ সায়েম, ধর্মীয় সম্পাদক দৈনিক নতুন আলো প্রতিদিন প্রতিনিধি নুরুল আলম মহব্বত,ক্রীড়া ও সাহিত্য সম্পাদক দৈনিক গণতদন্ত প্রতিনিধি মোঃ মিজানুর রহমান (পলাশ), প্রচার সম্পাদক দৈনিক আমার ফেনী প্রতিনিধি কামরুল হাসান নিরব, সমাজ কল্যাণ সম্পাদক সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্যকথা প্রতিনিধি শহিদুল ইসলাম তোতা,

নির্বাহী সদস্যরা হলেন,মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া (দৈনিক মুক্ত খবর/ Daily State), জাকির হোসেন সাহেদ (সম্পাদক, সাপ্তাহিক ফেনীর তালাশ), সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), এম এ দেওয়ানী ( বার্তা বিচিত্রা/ মুক্ত খবর), মিজানুর রহমান (দৈনিক তরুন কণ্ঠ),
ইয়াসিন আরাফাত মজুমদার ( দৈনিক গণকষ্ঠ/ আজকের বসুন্ধরা), ওমর ফারুক ভূঁইয়া( সাপ্তাহিক ফেনীর শক্তি/ গণকণ্ঠ), মো: ইসমাইল (দৈনিক লাখো কণ্ঠ), ফারুক সবুজ (দৈনিক দেশ প্রতিদিন), নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), আবু জাফর আহমেদ হৃদয় (দৈনিক কালের সমাজ), আবদুল কাইয়ুম নিশান (ডেইলী স্টেট), দিদার মজুমদার (দৈনিক আলোর বার্তা), মহি উদ্দিন মহি (দৈনিক বাংলার দূত/ স্বদেশ কণ্ঠ) জহিরুল ইসলাম আদনান (গণকণ্ঠ), জাফর ঈমাম রতন (দৈনিক বাংলা ধারা)। সহযোগী সদস্যরা হলেন, জহিরুল ইসলাম মিতুল চৌধুরী ( সংগ্রাম প্রতিদিন) মো: শাহাদাত হোসেন ( দেশ প্রতিদিন), তাজুল ইসলাম (সাপ্তাহিক বৈশাখী বাণী), সাহার উল্লাহ বাহার (দৈনিক স্বদেশ বিচিত্রা), রফিক আলী (দৈনিক বর্তমান কথা), কাজী ওয়াজের আহমেদ (বঙ্গ সংবাদ) প্রমুখ।

Daily Frontier News