ফ্রন্টিয়ার.নিউজ নিজস্ব প্রতিবেদক:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে,সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে রোজ সোমবার সময় ১১:০০ঘটিকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হইতে কলেজ শিক্ষক পর্যন্ত, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিতিতে বেলা ৩:০০ ঘটিকা পর্যন্ত উক্ত শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় ।
. সরাইল উপজেলা এই প্রথম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপিত প্রবন্ধের শিরোনাম ছিলো “সরাইল উপজেলার শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়”। প্রবন্ধে উপজেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ, কাঠামোগত দুর্বলতা, মানোন্নয়নের প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধানের পথ নির্দেশনা বিশদভাবে তুলে ধরা হয়।
. সেমিনারে সরাইল উপজেলার সকল কলেজের অধ্যক্ষবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার সুপারগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। প্রায় চার ঘণ্টাব্যাপী সেমিনারে অংশগ্রহণকারীরা মূল প্রবন্ধের আলোকে মুক্ত আলোচনা করেন এবং স্থানীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার মূল কারণ নির্ণয় ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। শিক্ষক ঘাটতি, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার, পাঠদানের মান, প্রযুক্তি ব্যবহার ও অবিভাবক সচেতনতার অভাব সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।
. সবার অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনার এক পর্যায়ে উপস্থিত সকলে সরাইল উপজেলার শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে আন্তরিক ভাবে ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
. সেমিনার শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার মানোন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। আজকের আলোচনা গুলো আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়ক হবে এবং সকলে মিলে কাজ করলে সরাইল উপজেলার শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।” এই সেমিনার উপজেলায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে প্রশাসন, শিক্ষক সমাজ ও সংশ্লিষ্ট দপ্তর সমূহ একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার মানোন্নয়নে নতুন পথ উন্মোচন করেছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics