Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাট সিমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে  পৃথক অভিযান চালিয়েছে।

২ মে পরিচালিত অভিযানে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও সেখান থেকে ভারতীয় শাড়ী ৭১ পিস, মদের বোতল ৩০ টি এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা।
বিজিবি জানায়, বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫৫ বিজিবির সদস্যরা সীমান্তের দুর্গম এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অপারেশনগুলো চালায়।
চোরাচালানিরা পণ্য ফেলে রেখে পালালে সেগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও শাড়ী আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল ও চুনারুঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এ ঘটনায় বলেন, চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা সক্রিয়। এই ধরনের অভিযান আমাদের যুবসমাজকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখবে।

Daily Frontier News