প্রেসবিজ্ঞপ্তি
২৮ এপ্রিল ২০২৫ইং
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ২৮ এপ্রিল ২০২৫ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে আজ নারায়নগঞ্জে আদালত প্রাঙ্গনে পুলিশী বেস্টনির মধ্যে বন্দী আসামী এড. আনিসুল হকের উপর চিন্থিত মবসন্ত্রাসীদের হামলা ও মব সন্ত্রাসের তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়েছে। জাসদের বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, ড. ইউনুসের সরকার একাধারে ভিন্নমত পোষণকারী হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া ও প্রাথমিক তদন্ত ছাড়াই ঢালাও মিথ্যা মামলা দায়ের, বন্দী রাজনৈতিক নেতা-কর্মীদের বিভিন্ন মামলা গ্রেফতার দেখাতে দুই-তিন পর আদালতে হাজির, দিনের পর দিন রিমান্ডে নিয়ে হয়রানি করার পাশাপাশি আদালত প্রাঙ্গনেই সরকার সমর্থক চিন্থিত মব সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শারীরিকভাবে আঘাত, নির্যাতন করছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি আদালত প্রাঙ্গনে বন্দী রাজনৈতিক নেতা-কর্মীদের উপর হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে বন্দীদের দেহ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বার বার সতর্ক করেছে। কিন্তু সরকার জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির উদ্বেগ ও সতর্ক বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত প্রাঙ্গনে বন্দীদের উপর হামলাকারী চিন্থিত মব সন্ত্রাসী অপরাধীদের একজনকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার বদলে সরকার নির্লজ্জভাবে আদালত প্রাঙ্গনে পুলিশী বেস্টনির মধ্যে বন্দী রাজনৈতিক নেতা-কর্মীদের শারীরিকভাবে আঘাত, নির্যাতন করার জন্য চিন্থিত মব সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছে। জাসদের বিবৃতিতে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সসংস্থাসমূহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে আদালত প্রাঙ্গনে বন্দী রাজনৈতিক নেতা-কর্মীদের উপর সরকারের মদদপুষ্ট সন্ত্রাস বন্ধে ড. ইউনুসের সরকারের কাছে জবাবদিহি দাবি করার জন্য আহবান জানানো হয়।
বার্তাপ্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics