Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জের সাংবাদিক মুরাদ আহমদ জাতীয় পার্টি’র কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

 

 

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

 

জাতীয় পার্টি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন নবীগঞ্জের সাংবাদিক মুরাদ আহমদ। গত ২২ এপ্রিল জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি পত্রে এ নিয়োগ নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ যে, মুরাদ আহমদ দায়িত্ব পালনকালীন সময়ে অতীতের ন্যায় সংগঠনকে আরও গতিশীল ও সু-সংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলার ছাত্রজীবন থেকেই জাতীয় পার্টি’র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ৯০” এর দশকে যখন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক মরহুম রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ কারাবন্দি ছিলেন। তখন রাজপথে তার মুক্তির দাবিতে আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল সাংবাদিক মুরাদ আহমদ। সে সময় থেকেই তিনি ধারাবাহিকভাবে দলের বিভিন্ন স্তরে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছাত্র রাজনীতির শুরুতেই জাতীয় ছাত্র সমাজ নবীগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব সংহতির নবীগঞ্জ উপজেলা সভাপতি, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা পর্যায়ের বিভিন্ন পদে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। বর্তমানে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকায় রয়েছেন। তিনি রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও একজন পরিচিত মুখ। হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও কর্মরত রয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্র- পত্রিকায় দীর্ঘদিন ধরে সু-নামের সহীত পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত দলিল লিখক হিসেবে নবীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সদস্য সচিব। ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতে মুরাদ আহমদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের সকলের প্রিয়মূখ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমাজকর্মী মরহুম মুহাম্মদ ইমতিয়াজ মাস্টার এর পুত্র মুরাদ আহমদ। তার বড় ভাই মুরশেদ আহমদ
ঢাকা- সিলেট মহা সড়কের বস্ততম জনবহুল ঐতিহ্যবাহী আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে ও নবীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি সহ নবীগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। এছাড়া সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান ও বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুর রহমানের ভাগিনা বটে।
কৃতজ্ঞতা ও প্রত্যাশায় সাংবাদিক মুরাদ আহমদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদ লাভ করায় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীমাতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির মহা সচিব কাজী মোঃ মামুনুর রশিদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

Daily Frontier News