শাহিন বিশ্বাস জেলা প্রতিনিধি:-
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার অন্তর্গত আশাননগরে অবস্থিত টাটা ক্রপ কেয়ার কোম্পানি এখন আর শুধুই একটি কৃষি-ভিত্তিক প্রতিষ্ঠান নয়—এটি এ অঞ্চলের হাজারো মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে।
ঘাত প্রতিঘাত,র মধ্যো দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অক্লান্ত পরিশ্রমের পর প্রতিষ্ঠানটির শুভ সুচনা হয় ২০১৩ সালের জানুয়ারি মাসে আজ দক্ষিণবঙ্গের কৃষকদের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর মাধ্যমে সরাসরি ৭০০ জনের বেশি কর্মী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এবং পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন প্রায় ৩,০০০ মানুষ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেশব কুমার সাধু তার দূরদর্শী নেতৃত্বে শুধু ব্যবসায়িক সাফল্য অর্জন করেননি, বরং এ অঞ্চলের বেকারত্ব হ্রাসে এবং দক্ষ জনশক্তি তৈরিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দক্ষিণাঞ্চলে কর্মসংস্থানের পরিধি বহুগুণে বাড়াতে আমরা পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছি। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
শুধু কর্মসংস্থানেই নয়, কেশব কুমার সাধু এগিয়ে এসেছেন সমাজসেবায়ও। তিনি পাটকেলঘাটা অঞ্চলে একটি আধুনিক এতিমখানা নির্মাণের উদ্যোগ নিয়েছেন, যার জন্য তিনি ইতিমধ্যে নিজ অর্থায়নে আড়াই বিঘা জমি ও ক্রয় করেছেন।
এছাড়া, স্থানীয় মসজিদ ও মাদ্রাসা মন্দির উন্নয়নে নিয়মিত অবদান রাখছেন তিনি। উল্লেখযোগ্যভাবে, তিনি সিদ্দিকিয়া মাদ্রাসার আজীবন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
উপজেলার একাধীক কৃষক জানান, টাটা ক্রপ কেয়ার কোম্পানি কৃষকদের জন্য সরবরাহ করছে উন্নতমানের কৃষি উপকরণ এবং কৃষকদের দিচ্ছে প্রশিক্ষণ ও পরামর্শসেবা, যা ফসল উৎপাদন বাড়াতে ও কৃষকদের আয়ের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
এমডি কেশব কুমার সাধুর এই মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এখন আশাননগরের গণ্ডি ছাড়িয়ে গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য একটি প্রেরণাদায়ক মডেল হয়ে উঠছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics