Daily Frontier News
Daily Frontier News

তালা লাউতাড়া বাজারে কোম্পানির কর্মকর্তাকে জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকা ছিনতাই

 

শাহিন খুলনা ব্যুরো:-

সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার, ২২ এপ্রিল দুপুর ৩টার দিকে রীতি ফিড কোম্পানি লিমিটেডের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) মহিতোষ শিকদার রিপনকে ডিপো দেখানোর কথা বলে লাউতাড়ায় ডেকে নেওয়া হয়। পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী কোম্পানির গাড়িতে হামলা চালায় এবং তার কাছ থেকে ২৪ লাখ ৮৬ হাজার টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় তারা কোম্পানির চারজনকে একটি কক্ষে জিম্মি করে রাখে। জিম্মিকৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন কোম্পানির অফিসার শেখ সানজিদুল হক ইমন, আলমগীর হোসেন মঞ্জু, গাড়িচালক ফয়সাল আহম্মেদ এবং ডিজিএম নিজে।

ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দেন আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান,র নেত্রিত্বে শেখ ইসরাফিল হোসেন নয়ন, শেখ মোস্তফা হোসেন মোস্ত, আবুল বাসার এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন শেখ ইলিয়াস বিদ্যুৎ, যিনি চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (নাজির) দায়িত্বে রয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগীরা তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

Daily Frontier News