Daily Frontier News
Daily Frontier News

৫৫ বিজিবি) বিজিবির অর্ধ কোটি টাকার ভারতীয় ফুচকা এবং কাভার্ড ভ্যান আটক

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল ২১ এপ্রিল সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা হতে আনুমানিক ০৫ (পাঁচ) কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়, একটি কাভার্ড ভ্যান টহল দলের নিকটবর্তী হলে টহল দল কাভার্ড ভ্যানটিকে থামার জন্য সিগন্যাল দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার উক্ত কাভার্ড ভ্যানটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত স্থান হতে টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় অবৈধভাবে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা এবং ০১ টি কাভার্ড ভ্যান আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য-৪৯,৬৬,৮০০/- (ঊনপঞ্চাশ লক্ষ ছেষট্টি হাজার আটশত) টাকা। আটককৃত মালামাল এবং কাভার্ড ভ্যানের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬টি বিওপি কর্তৃক সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, চোরাচালান প্রতিরোধে জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে জানাতে।”
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ ধরনের অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির এই কার্যক্রম সীমান্ত নিরাপত্তা ও দেশের চোরাচালান প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।

Daily Frontier News