Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কৃষি উপকরণ আউশ প্রণোদনা ২০২৪-২৫ইং কৃষকের মাঝে বিতরণ উদ্বোধন

 

মোঃ জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি:-

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কৃষি অফিস কার্যালয় প্রাঙ্গণে,রোজ বৃহস্পতিবার, বেলা ১১:০০ ঘটিকায়,২০২৫ইং, আউশ প্রণোদনা ২০২৪~~২০২৫ইং কৃষকের মধ্যে বিতরণ উদ্বোধন করা হয় ।

.    উক্ত অনুষ্ঠানে কৃষিবিদ সরাইল উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ একরাম হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি সরাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোশারফ হোসাইন,বিশেষ অতিথি সরাইল উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জনাব নার্গিস আক্তার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

.    আউশ প্রণোদনা ২০২৪-২৫ ইং অর্থবছরে খরিপ-১/২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কৃষি পুনর্বাসন কর্মসূচি ইউনিয়নওয়ারী বিভাজন ।

.    সূত্র কৃষি মন্ত্রণালয় উপকরণ-২ শাখা পত্র নং ১২.০০.০০০০.০২৬.৩৮.০০১.২২.৮১.তারিখ-২৪শে ফেব্রুয়ারি ২০২৫ইং ফসলের নাম আউশ ধান,ইউনিয়ন সদর সরাইল-১০০,কালীকচ্ছ-১৫০,নোয়াগাও-১৫০, শাহবাজপুর-২৫০,শাহজাদাপুর-১৫০,পাশিশ্বর-১৫০,চুন্টা-৫০,জন প্রতি ইউনিয়নে।

.    ফসলের নাম আউশ ধান প্রতিজনে বীজ-৫ কেজি,ডিএপি-১০ কেজি,এমওপি-১০ কেজি করে বিতরণ করা হয়।

 

 

 

Daily Frontier News