Daily Frontier News
Daily Frontier News

গোমস্তাপুরে রক্তদানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সদস্য শাওন

 

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

 

“বাঁচুক আজ একটি প্রাণ, ফুটুক মুখে হাঁসি, রক্তের প্রয়োজনে আমরা পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা কেয়ার ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টারে সিজারের রোগীকে রক্ত দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পর্যায়ের মানুষরাও স্বেচ্ছায় রক্তদান করেন তাদের অনুপ্রেরণায়। খোঁজ নিয়ে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে বিভিন্ন রোগে আক্রান্ত যে কোন রোগীর রক্ত ম্যানেজ করে দেওয়ার প্রত্যয় নিয়ে ২০২১ সালের একদল তরুণের সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জের ১১১ মোস্তফা সুপার মার্কেট এলাকায় প্রতিষ্ঠিত হয় চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন। বর্তমানে এই সংগঠনের রেজিস্ট্রেশন সদস্য ২২৬ জন । এ পর্যন্ত চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন রক্তদান করেছে ৬ হাজার ১২৫ ব্যাগ । যে কোনো রোগীর রক্তের প্রয়োজন হলেই নিজ উদ্যোগে ঝাঁপিয়ে পড়ে তারা। যারা রক্ত দিতে ভয় পেতেন তারাও এখন অন্যদের দেখে উদ্বুদ্ধ হয়ে রক্তদানে এগিয়ে আসছে। সংগঠনের সভাপতি আকতারুজ্জামান শিহাব জানান, সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা নিজেরাও রক্তদান করি এবং অন্যদের রক্তদানে উদ্বুদ্ধ করি। এর ফলে অনেক রক্তদাতা নির্ভয়ে স্বেচ্ছায় রক্তদান করছে। রক্তদানের পাশাপাশি আমরা মসজিদ মাদ্রাসায় উন্নয়ন, খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম করে থাকি। মানুষের সেবার মানসিকতা নিয়ে সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই

Daily Frontier News