Daily Frontier News
Daily Frontier News

কামরাঙ্গীরচরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি: সেনাবাহিনীর সমন্বয় সভায় জরুরি পদক্ষেপের আহবান

নিজস্ব প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন:-

 

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ করা গেছে। এবিষয়ে এলাকাবাসীর উদ্যোগে সমন্বয় সভার আয়োজন করা হয়। মাদক ব্যবসা, কিশোর গ্যাং, জমি দখল, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় কামরাঙ্গীরচরের মুন্সিরহাটি নয়াগাঁও হাজী আব্দুল আউয়াল স্কুলে বাংলাদেশ সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের ব্যবস্থাপনায় ‘অজেয় চার’ এর কামরাঙ্গীরচর ক্যাম্প আয়োজিত সমন্বয় সভায় এসব অভিযোগ তুলে ধরা হয়।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা অপরাধীরা সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছে। এছাড়াও, গ্যাস চুরি, উচ্চ শব্দে গান-বাজনা,শব্দদূষণ, মশার উপদ্রব এবং সড়কবাতির অভাব জননিরাপত্তার জন্য ক্রমেই হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সমন্বয় সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, বিদ্যুৎ অফিস এবং সাধারণ জনগণের সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

পরিশেষে, সেনাবাহিনী এলাকাবাসীর প্রতি সন্ত্রাস ও অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। যেকোনো তথ্য তাদের হটলাইনে জানানোর অনুরোধ জানান। সন্ত্রাস ও মাদকমুক্ত কামরাঙ্গীরচর গড়তে সকলের সহযোগিতা কমনা করে সভাটি শেষ করেন।

(সেনাবাহিনীর হটলাইন: 01619-832069)

আসুন আমরা সেনাবাহিনীকে তথ্য দিয়ে আমাদের কামরাঙ্গীরচরকে সন্ত্রাস, চাদাবাজ ও মাদকমুক্ত করি।

Daily Frontier News