আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানায় বিগত ছয় মাসে এক হাজার এর অধিক ওয়ারেন ভুক্ত আসামি গ্রেফতারে নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে বিজয়নগর থানা পুলিশ ।
. তথ্যসূত্রে জানা যায়, বর্তমান দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলী যোগদানের পর থেকে আদালতের ১০৯৭ টি ওয়ারেন্ট প্রাপ্তি এর মধ্যে ১০০১টি পরোয়ানা নিষ্পত্তি হয়েছে বিজয়নগর থানা পুলিশ কর্তৃক।
. এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মো: রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে জানান, আমি বিজয়নগর থানা এলাকা সকল জনগণের সেবক। আমার সাধ্য মতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বিজয়নগর এর জনসাধারণের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে। গত ৫ই আগস্টের পর যখন সারা বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায়,তখন ৫ই নভেম্বর থেকে আমার যোগদানের পর বিজয়নগর থানা এলাকায় খাদুরাইল, পাইকপাড়া, বুল্লা ও হোসেনপুর জালালপুরের মত গ্রামে দাঙ্গা সৃষ্টি হইতে নিজ কৌশলে পুলিশি কায়দা কানুন ব্যবহার করে বিরত রেখেছি। মাদকের বিষয়ে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় নিয়ন্ত্রণে। বর্তমানে আমার বিরুদ্ধে কিছু অসাধু ব্যক্তি অপপ্রচার চালিয়ে যাচ্ছে, সেইটা মোটেও সঠিক নয়, মিথ্যা ও বানোয়াট তার কোন তথ্য ভিত্তি নেই। তাই আমি এসব অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি জনসাধারণের সেবার জন্য এসেছি, জনসাধারণ আমার কার্যক্রম বিবেচনা করবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics