Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশ কতৃক মাদকদ্রব্য ৩০ কেজি গাঁজা উদ্ধার 

 

মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়াঃ-

.   জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া সাকিনস্থ কালাছড়া উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে জনৈক মইনুর আলীর দোকানের সামনে।

.   রোজ শুক্রবার  ১৮ই এপ্রিল ২০২৫খ্রি. তারিখ ৪.৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃ মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান করা কালে বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া সাকিনস্থ কালাছড়া উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে জনৈক মইনুর আলীর দোকানের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামী- (১) মোঃ জুনায়ত মিয়া @ জুনাইদ @ জুনাক (৩৩), পিতা-মোঃ আনিস @ আনাস মিয়া,মাতা-মোছাঃ হোসনেয়ারা বেগম, সাং- মহেশপুর ( আমির হোসেনের বাড়ি, পাক্কা বাড়ি), ইউপি- বিষ্ণুপুর, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, (২) মিন্টু আকবর প্রকাশ মিন্টু মিয়া (৩২), পিতা-ছাত্তার আকবর প্রকাশ ছাত্তার মিয়া, সাং-পশ্চিম কালাছড়া, ইউপি-বিষ্ণুপুর , থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনামা ২ জন মাদকদ্রব্য ৩০ ( ত্রিশ ) কেজি গাঁজা ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হইতে মাদক দ্রব্য গাঁজা আলামত জব্দ করা হয়।

.    এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে বলেন,  বিজয়নগর থানার মামলা নং-২৪, তারিখ-১৮/০৪/২০২৫খ্রি; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; দায়ের করা হয়। থানা এলাকা বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি।

 

Daily Frontier News