Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে পরীক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রশিবিরের ব্যতিক্রমী হেল্প ডেস্ক

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্যতিক্রমী উদ্যোগে উপকৃত হয়েছেন এসএসসি পরীক্ষার্থীরা।

১০ই এপ্রিল হতে বাংলাদেশে শুরু হয়েছে সকল বোর্ডের এস এস সি ও সমমানের পরীক্ষা। অতীতে দেখা যায় বিভিন্ন সময় পরীক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হত। এই বিষয়টা নজরে এনে বিজয়নগরে সকল পরীক্ষা কেন্দ্রের সামনে স্টল খুলে পরীক্ষার বিভিন্ন উপকরণ পরীক্ষার্থীদের মাঝে ফ্রি বিতরণ করছে। এমন ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিতরণী উপকরণের মধ্যে রয়েছে পানি, স্কেল, কলম, হার্ডবোর্ড কাগজপত্র বহন করার ফোল্ডার, খাবার স্যালাইন, টিস্যু, বিভিন্ন ধরনের ইসলামিক বই ইত্যাদি।

ছাত্রশিবিরের এই স্টলটি পরীক্ষার দিন সকাল ৯ টা হতে পরীক্ষা শেষ পর্যন্ত প্রতিদিন অবস্থান করে এবং সকল পরীক্ষায় থাকবে বলে জানা যায়।

পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়, পরীক্ষার্থীরা অতীতে পরীক্ষা চলাকালীন সময়ে অনেক সমস্যার সম্মুখীন হত। তাই উক্ত সমস্যাগুলো সমাধানের লক্ষে ছাত্রশিবিরের এই উদ্যোগকে স্বাগত জানাই।

দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে স্টল পরিচালনায় আছেন উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবু সালে সরকার। তিনি বলেন, উপজেলায় মোট ৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, আমরা সকল কেন্দ্রে পরীক্ষার্থীদের সহযোগিতায় এমন উদ্যোগ নিয়েছি। বিগত ১৭ বছর আমার এ ধরনের কার্যক্রম করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। বর্তমানে আমরা স্বাচ্ছন্দের সাথে আমাদের এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে পারছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আমরা এমন আরো কর্মসূচি নিয়ে আসবো। ইনশাআল্লাহ।

উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম জানান, আলহামদুলিল্লাহ, আমরা শিক্ষার্থীদের সহযোগিতায় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করেছি। এবং শিক্ষার্থীদের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। পরীক্ষার আগে আমরা যতটুকু সম্ভব প্রত্যেকের বাড়িতে উপকরণগুলো পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এ ধরনের আরো কর্মসূচি বাস্তবায়ন করব। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রদের মূল্যায়ন এবং উন্নয়নের সর্বদা কাজ করে যাবে ইনশাআল্লাহ।

Daily Frontier News