মোঃ আল -আমিন বক্স ব্রাহ্মণবাড়িয়া:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইলের সাংবাদিকবৃন্দ পহেলা বৈশাখ এর আনন্দ ভ্রমন ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা রোজ সোমবার বেলা ১১ ঘটিকা হইতে সুরমা চা বাগান, চাকলাপঞ্জি, চন্ডী ছড়া,চানপুর চা বাগান, চন্ডীছড়া চা বাংলো, সাতছড়ি জাতীয় উদ্যান , সাতছড়ি অডিটরিয়াম বিকেল ৫টা পর্যন্ত সাংবাদিকগণ পহেলা বৈশাখের উৎসব আমেজে মেতে উঠে।
. এ সময় আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন, সভাপতি জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক মোঃ আবদুর রহমান খান (ওমর),দৈনিক ফ্রন্টিয়ার নিউজ। মোঃ রফিকুল ইসলাম দৈনিক ডোনেট বাংলাদেশ, মোঃ আল আমিন বক্স জাগরণী টিভি (আইপি), রুহুল আমিন রুবেল দৈনিক দুর্নীতির সন্ধানে, মোঃ কামাল পাঠান দৈনিক অগ্নিশিখা, জয়নাল আবেদীন নিউজ কন্ঠ, মোঃ আলী ৭১ বাংলা টিভি, জিয়াউর রহমান অপরাধ জগত, আব্দুল জাহির মিয়া দৈনিক ফ্রন্টিয়ার নিউজ, এবং আব্দুর রাজ্জাক রাজু সাধারণ সম্পাদক চোনারুঘাট প্রেসক্লাব।
. ভ্রমণকালে সাংবাদিকবৃন্দ হবিগঞ্জ জেলার মন মুগ্ধকর পরিবেশ আর নৈসর্গিক সৌন্দর্যের উপলব্ধির প্রশংসা করেন এবং ভবিষ্যতে সাংবাদিকবৃন্দ আবারও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চায়ের দেশ সিলেটে ঘুরে আসতে চায়।
. যাহাদের সহযোগিতায় ভ্রমণ সার্থক তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics