মো: শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা দীর্ঘ সময় ধরে সহকারী কমিশনার ভূমি পদ টি শূন্য রয়েছে । বিজয়নগরবাসীর আকাঙ্ক্ষা জনাব মানস চন্দ্র দাস এর যোগদানের পর বিজয়নগর উপজেলার বিভিন্ন দপ্তরের কাজের গতি আসবে,দ্রুত সেবা পাবে ভূমি খাতে, ভ্রাম্যমান আদালত সহ বিজয়নগর উপজেলার বিভিন্ন দপ্তরে।
. সূত্রে জানাযায়,স্মারক নম্বর:- ০৫.৪২,২০০০.০২১.২৮.০০১.২৩.১৬৯,তারিখ:- ৯ই এপ্রিল ২০২৫ইং প্রজ্ঞাপনে,চট্টগ্রাম বিভাগে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস কে এবং ভূমি মন্ত্রণালয়ের ২৩শে ডিসেম্বর ২০২৪ইং তারিখের ৩১.০০,০০০০,০৫৬.১৯,০৬৯,২৪.১৭৪ সংখ্যক অফিস আদেশমূলে চট্টগ্রাম বিভাগে যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি)- মানস চন্দ্র দাস কে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ভূমি অফিসে নির্দেশক্রমে পদায়ন করা হলো।
. বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মানস চন্দ্র দাস (১৮৭৯১) নিজ জেলা: নোয়াখালী। উপজেলা ভূমি অফিস রুমা, বান্দরবান পার্বত্য জেলা কর্মরত ছিলেন ।
. এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার,এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট ও বিজয়নগর উপজেলা প্রশাসক জনাব সাধনা ত্রিপুরা। তিনি আরো বলেন বিজয়নগরবাশীর ভাগ্য উন্নয়নে,সর্বস্তরের জনগণের সহযোগিতা নিয়ে কাজের পরিধি আসবে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics