আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয় বিজয়নগর উপজেলায় সমাজসেবা কর্তৃক ভাতাভোগী প্রতিবন্ধী ও বয়স্ক, বিধবা ভাতার জন্য উঠতে হয় এজেন্ট ব্যাংক এশিয়ার ২য় ও ৩য়তলায়।
প্রত্যক্ষ চিত্রে দেখা যায়, উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে ব্যাংক এশিয়াতে, শারীরিক প্রতিবন্ধী, পঙ্গু ও বয়স্করা অতি কষ্টে সিঁড়িবেয়ে সরকারের দেওয়া ভাতা নিতে হচ্ছে।
এ বিষয়ে ব্যাংক এশিয়াতে কর্মরত নাজমুল হাসান জানান, প্রত্যেকবার আমরা স্কুলে গিয়ে উপকারভোগী ভাতা দিয়ে থাকি, কিন্তু এ মাসে আমরা কোন এক কারণে আমাদের অফিসে দিতে হচ্ছে। অফিসে এতই ভিড় ছিল যে প্রতিবন্ধীদের খোজ নেওয়ার সময় ছিল না। অন্যদিকে আমরা এত পরিশ্রম করি প্রতিবন্ধী ভাতা দিতে গিয়ে, তবে আমাদের কোন বেনিফিট পাইনা।
এ বিষয়ের সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাখেশ পাল জানান, বিষয়টা খুবই দুঃখজনক, এ সেবাটা সাধারণত নিচ তলায় অথবা গ্রামের স্কুলে গিয়ে দেওয়ার কথা। সিঁড়িবেয়ে উপরে উঠে গিয়ে ভাতা উত্তোলন যৌক্তিক নয়। বিষয়টা তদন্ত করে দেখতেছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics