Daily Frontier News
Daily Frontier News

চিকিৎসা পেশায় বাঁধা উপেক্ষা করে মানুষের পাশে ডাঃ সুজাত

 

(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি)

ডা: সুজাত আহমেদ আওয়ামী লীগের সময় থেকে এখনো স্বয়ংক্রিয় শিকারে যোগদানে সেবা দিয়ে যাচ্ছেন।ধ২০

দড়

ডা: সুজাত আহমেদ বলেন, আওয়ামী লীগের সময় থেকে আমি বিভিন্ন সেক্টরে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু এক শ্রেণির মানুষ বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে যাতে আমি সেবা দিতে না পারি।

পরিবারের পক্ষ থেকে আমাকে বলা হয়, কিন্তু তোমাকে ডাক্তার হতে হবে না। আমি এটা না শুনে সেবা দিয়ে যাচ্ছি। আমি বলছি, আওয়ামী লীগের সময়ের একজন ডাক্তার আমি। আওয়ামী লীগের সময়ের একজন সেবক আমি। আমাকে সেবা করতে দিলে আমি আরো ভালোভাবে সেবা দিতে পারবো। কিন্তু কিছু লোক আছে, যারা মনে করে আমি সেবা দিলে তারা ছোট হয়ে যাবে। সেজন্য তারা চায় না আমি সেবা দিই। আমার প্রতি দয়া হলে এবং সঠিক বিচার হলে আমি বিশ্বাস করি আমি সেবা দিয়ে যেতে পারবো।

উপপরিচালক হিসেবে, ঠিক যথাযথ ভাবেই কাজ চালিয়ে যাব সেভাবে। সেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সামনেও চালিয়ে যাব। কিন্তু এক শ্রেণির লোক আছে যারা অন্যায়ভাবে দোষারোপ করে যাচ্ছে। আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু অন্যায় না করেও যদি আমাকে কষ্ট দেওয়া হয়, তাহলে সেটা আমার জন্য দুঃখজনক।

সেবা দিতে গিয়ে যদি আমি কষ্ট পাই, সেটাও আমি সয়ে নেব। আমি জানি মানুষের সেবা করলে আল্লাহ সন্তুষ্ট হন। আমি সেই উদ্দেশ্যেই কাজ করছি। আমি বিশ্বাস করি একজন চিকিৎসক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি এবং যাব। কারো হিংসা, বিদ্বেষে নয়, আমি চাই গরীব মানুষের পাশে দাঁড়াতে। আমি চাই, যেন গরীব মানুষরা সহজেই চিকিৎসাসেবা পায়।

Daily Frontier News